Sunday, June 22, 2025
বাড়িখবররাজ্যবাড়ির পাশে নির্মাণ কাজের গর্তে পরে মর্মান্তিক মৃত্যু হলো ভাই ও বোনের

বাড়ির পাশে নির্মাণ কাজের গর্তে পরে মর্মান্তিক মৃত্যু হলো ভাই ও বোনের

নির্মাণ কাজের জন্য খোঁড়া গর্তে পরে মৃত্যু হল ভাই ও বোনের।মৃত ভাইয়ের নাম প্রসেনজিৎ দেবনাথ, বয়স 11 বছর ।বোনের নাম প্রিয়াঙ্কা দেবনাথ ,বয়স সাত বছর ।রবিবার সকালে পূর্ব চানমারির ইন্টারন্যাশনাল স্কুলের নির্মাণ কাজের গর্ত থেকে ভাই ও বোনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পূর্ব চানমারি এলাকার বাসিন্দা কৃষ্ণ দেবনাথের ১১ বছরের পুত্র প্রসেনজিৎ দেবনাথ এবং ৭ বছরের কন্যা প্রিয়াঙ্কা দেবনাথ কে শনিবার সকাল থেকে পাওয়া যাচ্ছিল না ।বিকেলে কাজ সেরে বাড়ি ফিরে ছেলে ও মেয়ে বাড়ি না ফেরায় তাদের খুঁজতে বের হন কৃষ্ণ দেবনাথ ।তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পুত্র ও কন্যার হদিস পাননি ।রবিবার সকালেও কন্যা ও পুত্রের খোঁজে বের হয়েছিলেন কৃষ্ণ দেবনাথ। রবিবার সকালে বাড়ির পাশেই ইন্টারন্যাশনাল স্কুলের নির্মীয়মান একটি গর্ত থেকে ভাই এবং বোনের দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি । পুত্র ও কন্যাকে সনাক্ত করেন তিনি।এরই মধ্যে ছুটে আসে পুলিশ এবং দমকলকর্মীরা। দমকলকর্মীরা তাদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান ।এদিন শোকাহত কৃষ্ণ দেবনাথ জানান ,শনিবার বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ছেলে ও মেয়েকে খোঁজাখুঁজি করেন তিনি ।রবিবার সকালেও পূর্ব চানমারি সংলগ্ন বিভিন্ন এলাকায় ছেলে ও মেয়ের খোঁজে বের হয়েছিলেন তিনি। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।

একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে পূর্ব চানমারি এলাকার জনমনে শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য