Monday, June 23, 2025
বাড়িখবররাজ্যস্মার্ট সিটির বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে নিগমের কমিশনার

স্মার্ট সিটির বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে নিগমের কমিশনার

স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা পৌর নিগম বিভিন্ন এলাকায় ২৩ কিলোমিটার সড়কের দুপাশে মোট ২৩কিলোমিটার কভার ড্রেন নির্মাণের কাজ চলছে রবিবার রাজধানীর কুমারী টিলা থেকে রামঠাকুর সংঘ পর্যন্ত রাস্তার নির্মীয়মান কভার ড্রেনের কাজ পরিদর্শন করেন স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক ডক্টর শৈলেন কুমার যাদব উনার সাথে ছিলেন কর্পোরেটর লতা নাথ এবং এমআইসি সদস্য হীরালাল দেবনাথ।

স্মার্ট সিটি প্রকল্পে শহর আগরতলা কে সুন্দরভাবে সাজিয়ে তোলার কাজ চলছে। আগরতলা শহরের ২৩ কিলোমিটার রোডের ৪৬ কিলোমিটার ড্রেনের কাজ চলছে। ড্রেন ঢাকার পাশাপাশি রাস্তা যেদিকে উঁচু-নিচু আছে সে রাস্তাকে প্রশস্ত করে সমান করা হবে। পাশাপাশি বৈদ্যুতিক তার মাটির নিচে দিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে। ফলে রাস্তা অনেকটাই প্রশস্ত হবে । পাশাপাশি রাস্তার মধ্যে বসানো হবে ডিভাইডার। এই ডিভাইডার এর মধ্যে থাকবে বিভিন্ন গাছ। আজ কুমারী টিলা থেকে রামঠাকুর সংঘ পর্যন্ত নির্মীয়মান ড্রেনের কাজ ঘুরে দেখেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। উনার সঙ্গে ছিলেন কর্পুরেটর লতা নাথ ও কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ পুর নিগমের আধিকারিকরা। পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে শৈলেশ কুমার যাদব বলেন, আগরতলা শহরের দুর্গা চৌমুহনী এলাকা পোস্ট অফিস চৌমুহনী এলাকা লাল বাহাদুর এলাকা, হরিগঙ্গা বসাক রোড এলাকা সহ বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণ করে ঢাকার কাজ চলছে। প্রতিটা ড্রেনের উপরই ফুটপাত নির্মাণ করা হবে। তিনি আরও বলেন কুমারী টিলা এলাকা থেকে অভয়নগর পর্যন্ত রাজ্য গঠিত হওয়ার পর থেকে কখনোই ড্রেন নির্মাণ করা হয়নি। ফলে রাস্তার অনেক অংশই জনগণ নিজেদের সীমানায় ঢুকিয়ে নিয়েছে এবং রাস্তা সংকুচিত হয়ে গেছে। সেই জবরদখল করা জায়গা দখলমুক্ত করা হবে এবং প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে। প্রায় চার পাঁচ মিটার আরো প্রশস্ত করা হবে এই রাস্তাস্মার্ট সিটি প্রকল্পে শহর আগরতলা কে সুন্দরভাবে সাজিয়ে তোলার কাজ চলছে। আগরতলা শহরের ২৩ কিলোমিটার রোডের ৪৬ কিলোমিটার ড্রেনের কাজ চলছে। ড্রেন ঢাকার পাশাপাশি রাস্তা যেদিকে উঁচু-নিচু আছে সে রাস্তাকে প্রশস্ত করে সমান করা হবে। পাশাপাশি বৈদ্যুতিক তার মাটির নিচে দিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে। ফলে রাস্তা অনেকটাই প্রশস্ত হবে । পাশাপাশি রাস্তার মধ্যে বসানো হবে ডিভাইডার। এই ডিভাইডার এর মধ্যে থাকবে বিভিন্ন গাছ। আজ কুমারী টিলা থেকে রামঠাকুর সংঘ পর্যন্ত নির্মীয়মান ড্রেনের কাজ ঘুরে দেখেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব। উনার সঙ্গে ছিলেন কর্পুরেটর লতা নাথ ও কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ পুর নিগমের আধিকারিকরা। পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে শৈলেশ কুমার যাদব বলেন, আগরতলা শহরের দুর্গা চৌমুহনী এলাকা পোস্ট অফিস চৌমুহনী এলাকা লাল বাহাদুর এলাকা, হরিগঙ্গা বসাক রোড এলাকা সহ বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণ করে ঢাকার কাজ চলছে। প্রতিটা ড্রেনের উপরই ফুটপাত নির্মাণ করা হবে। তিনি আরও বলেন কুমারী টিলা এলাকা থেকে অভয়নগর পর্যন্ত রাজ্য গঠিত হওয়ার পর থেকে কখনোই ড্রেন নির্মাণ করা হয়নি। ফলে রাস্তার অনেক অংশই জনগণ নিজেদের সীমানায় ঢুকিয়ে নিয়েছে এবং রাস্তা সংকুচিত হয়ে গেছে। সেই জবরদখল করা জায়গা দখলমুক্ত করা হবে এবং প্রশস্ত রাস্তা নির্মাণ করা হবে। প্রায় চার পাঁচ মিটার প্রশস্ত করা হবে বলে জানানড: শৈলেশ কুমার যাদব ।

আগরতলা শহরের প্রতিটি রাস্তার ড্রেনই ফেব্রুয়ারি মাস থেকে যার কাজ শুরু হয়েছে। আগামী দু বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। কর্পোরেশন রাস্তা প্রশস্ত হলে জনগণের অনেকটাই সুবিধা হবে বলে জানান শৈলেশ কুমার যাদব। রাস্তাগুলি নতুন করে নির্মাণ করা হলে যানজট, জল যন্ত্রণা সহ বিভিন্ন সমস্যা থেকে শহরবাসী নিস্তার পাবেন বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য