পহেলগামের ঘটনায় এবার রাজধানী আগরতলা থেকেও স্বাভাবিকভাবেই পাকিস্তান বিরোধী স্লোগান উঠলো। স্লোগান উঠলো পাকিস্তান মুর্দাবাদ ,হিন্দুস্থান জিন্দাবাদ। এদিন রাজধানীর টাউন ইন্দ্রনগর জামে মসজিদে পহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজিত এক শোক সভা থেকে এই স্লোগান ওঠে।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীদের নৃশংস হামলায় নিহত হন ২৬ জন পর্যটক ।এই ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই। আতঙ্কবাদীদের এই হামলার ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সারাদেশ ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। পহেলগামের ঘটনার পরিপ্রেক্ষিতেমঙ্গলবার রাজধানীর টাউন ইন্দ্রনগর জামে মসজিদে এক শোক সভার আয়োজন করা হয় ।একদল শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু জনগন এই শোক সভার আয়োজন করে । শোকসভায় উগ্রবাদীদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয় ।শোকসভা থেকে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনাও জ্ঞাপন করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এই ঘটনায় শহীদ পর্যটকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভা থেকে বলা হয় ,আমাদের একটাই পরিচয় ,আমরা ভারতবাসী, ভারত মায়ের সন্তান। এই শোক সভাতেই পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্থান জিন্দাবাদ এই স্লোগান উঠে।
প্রসঙ্গত উল্লেখ্য যে পহেল গামের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের অন্যান্য প্রদেশ থেকেও ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠন এই ঘটনার নিন্দা জানায়। এই ঘটনায় জড়িত অভিযুক্তদের চরম শাস্তির দাবি জানানো হয়।