Sunday, June 22, 2025
বাড়িখবররাজ্যআগরতলা রেল স্টেশন থেকে চার অনুপ্রবেশকারী ধৃত ও ৩৬ কেজি গাজা উদ্ধার

আগরতলা রেল স্টেশন থেকে চার অনুপ্রবেশকারী ধৃত ও ৩৬ কেজি গাজা উদ্ধার

গত ২৪ ঘন্টায় আগরতলা রেল স্টেশনে পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে চার বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ছত্রিশ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। ধৃত অনুপ্রবেশকারীরা অবৈধভাবে সীমান্ত টপকে বহিরাজ্যে যাওয়ার জন্য রেল স্টেশনে আসে। অপরদিকে গাঁজা উদ্ধারকান্ডে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পহেলগামের ঘটনায় সীমান্ত এলাকায় রেড এলার্ট জারির মধ্যেই আগরতলা রেল স্টেশন থেকে ধৃত চার বাংলাদেশি অনুপ্রবেশকারী। আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ ,আরপিএফ এবং গোয়েন্দা বিভাগের আধিকারিকদের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় ।ধৃতরা হল জাহিরুল ইসলাম, ওরফে জাহির ,বাড়ি ঢাকা বাংলাদেশ ।দিলওয়ার হোসেন ,বাড়ি শরীয়তপুর বাংলাদেশ ,মোহাম্মদ জিয়া, বাড়ি জামালপুর বাংলাদেশ ও জামিরুল ইসলাম বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায়। এদিন আগরতলা রেলস্টেশনের জিআরপিএফ থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানিয়ে বলেন, ধৃতদের কাছ থেকে কয়েকটি স্মার্ট মোবাইল ফোন ,কিছু ডকুমেন্ট এবং ভারতীয় টাকা উদ্ধার করা হয়েছে ।স্মার্ট মোবাইল ফোনগুলি খতিয়ে দেখা হচ্ছে ।গতকালই একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে।

এদিন আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার আধিকারিক আরো জানান, শনিবার আরপিএফ পুলিশের ডগ স্কোয়াড আগরতলা রেল স্টেশন থেকে তিনটি ব্যাগ উদ্ধার করে। ব্যাগগুলিতে তল্লাশি চালিয়ে 19 টি প্যাকেট থেকে মোট ৩৬ কেজি গাজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকা। তিনি আরো জানান ,এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি ।কারা কিভাবে এই গাঁজা রেল স্টেশনে নিয়ে এসেছে তা রেল স্টেশনের বিভিন্ন সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে পহেলগামের ঘটনার পর দেশের সব কটি সীমান্ত এলাকায় এক প্রকার রেড অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্ত নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের ঘটনায় রাজ্য এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য