আগরতলা, ১২ই এপ্রিল : সূর্যমনি নগর বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষরাম প্রসাদ পালের একটি ভিডিও বার্তা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল তাঁর ভিডিও বার্তায় রাজ্যের একাংশ সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর, অমার্জিত, অনৈতিক ও কুরুচিপূর্ণ কিছু মন্তব্য করেছেন। রাজ্যের একটি নতুন বেসরকারি মেডিকেল কলেজেরবিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খন্ডন করতে গিয়ে তিনি সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সম্পর্কে মর্যাদাহানীকর বক্তব্য রেখেছেন, যা গোটা সংবাদমাধ্যমকে অপমানিত করেছে এবং রাজ্যবাসীকে বিভ্রান্ত করেছে।
উপাধ্যক্ষ রাম প্রসাদ পালের এই নেতিবাচক ও উদ্দেশ্যপ্রনোদিত ভূমিকায় ত্রিপুরার জার্নালিস্টস ইউনিয়ন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। উপাধ্যক্ষের সম্মানজনক পদে আসীন একজন পদাধিকারীর পক্ষে এ ধরনের বক্তব্য, সুস্থ, সুন্দর ও উন্নয়নশীল সমাজের জন্য ক্ষতিকর। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেছেন, এই মেডিকেল কলেজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় অভিযুক্তের পক্ষ অবলম্বন করে শাসক দলের একজন জনপ্রতিনিধির বক্তব্য সন্দেহ ও রহস্যজনক। তাঁর বক্তব্য থেকেই বোঝা যায় এটা তাঁর হতাশার বহিঃপ্রকাশ। গনতন্ত্রের চতুর্থস্তম্ভের বিরুদ্ধে বিষোদগার করে ক্ষনিকের জন্য উপাধ্যক্ষের মানসিক স্বস্তি খোঁজার চেষ্টা। ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন, উপাধ্যক্ষকে তাঁর এই বক্তব্য দ্রুত প্রত্যহার এবং অসৌজন্যমূলক ব্যবহারের জন্য নি:শর্ত দু:খ প্রকাশ করার অনুরোধ জানাচ্ছে। অন্যথায় ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়ন রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।