ছামনু বিধানসভা কেন্দ্রের মনু ব্লকের অন্তর্গত লালছড়ায় এবং জম্পুইজলা বিধানসভা কেন্দ্রে কমিউনিটি হল নির্মানের প্রস্তাব রয়েছে।মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক শম্ভুলাল চাকমা, অন্তরা দেব সরকার,পল দাংশু এবং বিধায়ক বিশ্বজিত কল ই কর্তৃক যৌথভাবে আনিত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এই তথ্য জানান ।
গ্রামাঞ্চলে সাংস্কৃতিক বিকাশে রাজ্য সরকার সচেষ্ট।এর জন্য বিভিন্ন স্হানে কমিউনিটি হল নির্মানের উদ্যোগ গ্রহণ করেছে।এর ই অঙ্গ হিসেবে ছামনু বিধানসভা এলাকার মনু ব্লকের অধীন লাল ছড়ায় ও জম্পুইজলা বিধানসভা এলাকায় একটি করে আধুনিক কমিউনিটি হল নির্মানের প্রস্তাব রাখা হয়েছে।আগামী বাজেটে এই খাতে খরচ বরাদ্ধ করা হবে।এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক শম্ভুলাল চাকমা, অন্তরা দেব সরকার,পল দাংশু এবং বিধায়ক বিশ্বজিত কল ই কর্তৃক যৌথভাবে আনিত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এই তথ্য জানান ।মুখ্যমন্ত্রী আরো জানান,রাজ্যে বিভিন্ন স্হানে মোট ৩৮৫টি কমিউনিটি হল রয়েছে।কমলাসাগর ও করমছড়ায় কমিউনিটি হল নির্মানের প্রস্তাব আনা হয়নি।প্রস্তাব এলে বিষয়টি দেখা হবে
সংশ্লিষ্ট বিষয়ে এক অতিরিক্ত প্রশ্ন এনে বিধায়িকা অন্তরা সরকার দেব জানান,কমলাসাগর বিধানসভা কেন্দ্রে ২০টি পঞ্চায়েত, ৪২টি স্কুল রয়েছে।জনসংখ্যা প্রায় ৪৫ হাজার।কিন্তু এই বিধানসভা এলাকায় একটিও কমিউনিটি হল নেই।অথচ এর জন্য স্হান নির্বাচন করা আছে।বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রীর নিকট অনুরোধ জানান বিধায়িকা অন্তরা দেব সরকার ।