আজকের বিহার আগের বিহার থেকে অনেক পৃথক।শনিবার ১১৩ তম বিহার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। নরেন্দ্র মোদী সরকার বিহারকে সম্পুর্ণ পাল্টে দিয়েছে বলে দাবি করেন তিনি।
শনিবার বিহার দিবস ।এই উপলক্ষে এলবার্ট এক্কা পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানে রাজ্যে কর্মসূত্রে বসবাসকারি বিহার রাজ্যের লোকজনেরা উপস্থিত ছিলেন ।উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনে কর্মরত বিহার রাজ্যের আধিকারিকরা।অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি জানান,তিনি বিহারের পাটনা ডেন্টাল মেডিক্যাল কলেজে পড়াশুনা করেছেন।একসময় বিহার রাজ্যের সার্বিক পরিস্হিতি অন্যরকম ছিল ।আইন শৃক্ষলা পরিস্থিতিও ভাল ছিলনা।কখন কি হয় তা কেউ বলতে পারতনা।কিন্তু বর্তমানে বিহারে এনডিএ’র রাজত্ব চলছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় সম্পূর্ণ পাল্টে গেছে বিহার। বিকশিত বিহারের জন্য কাজ করে চলছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন বিহারে বিধানসভা নির্বাচন আসছে। নির্বাচনে ভোট দেওয়ার আগে বিহারের বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করার জন্য আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আছেন বলেই আজ আমরা সুরক্ষিত আছি এই বিষয়টি মাথায় রাখতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে ১৯১২ সালে ব্রিটিশরা বাংলা প্রদেশ থেকে পৃথক করে বিহার প্রদেশ গঠন করেছিল সেই থেকে প্রতিবছর 22 মার্চ দিনটিকে বিহারের প্রতিষ্ঠা দিবস বা বিহার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে ।