রাজ্যের প্রত্যেক জনগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি, ভাষার সন্মান ও বিকাশে বর্তমান সরকার দায়িত্বশীল। ছাত্রসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টিতে সরকার প্রথম থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ককবরক ভাষার জন্য রোমান হরফ চালু করার ক্ষেত্রে এখনো প্রচুর আলোচনা ও পর্যালোচনার অবকাশ রয়েছে। আজ বিধানসভার অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা কর্তৃক ককবরক ভাষার জন্য রোমান হরফের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ যে আন্দোলন সংঘটিত হয়েছে তা নিয়ে রাজ্য সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, পূর্বে এ বিষয়ে প্রচুর আলোচনা হয়েছে। এক্ষেত্রে দেবনাগরী বা ইন্ডিজিনিয়াস স্ক্রিপ্ট ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকারের কোন দ্বিমত নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, এবছর বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় ককবরক ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ট্রান্সলেটার (অনুবাদক) রাখার সংস্থান করা হয়েছে। কিন্তু রোমান হরফ চালুর ক্ষেত্রে সুবিধা ও অসুবিধা নির্ণয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। এসম্পর্কে আলোচনা করতে গিয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আশা প্রকাশ করেন অতিসত্বর বর্তমান সরকার এই সমস্যার সমাধান করে রাজ্যের ককবরক ভাষাভাষী ছাত্রছাত্রীদের আশ্বস্ত করবেন।