Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যভগৎ সিং এর জীবনী আমাদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্চলাইট এর মত...

ভগৎ সিং এর জীবনী আমাদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্চলাইট এর মত আলো ফেলতে পারে – সোমনাথ

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য কমিটি ও উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নওজোয়ান ভারত সভার ১০০ বছর ও বিপ্লবী ভগৎ সিং, সুখদেব, রাজগুরুর ১৫ তম শহীদ দিবস উপলক্ষে আগরতলা টাউন হলে এক আলোচনা সভা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোমনাথ ভট্টাচার্য। এদিন তিনি বিপ্লবী ভগৎ সিং এর ভারত, দক্ষিণ পন্থার বিপদ ও বামপন্থার দায়িত্ব নিয়ে আলোচনা করে তিনি বলেন আমাদের কোন দিকে যেতে হবে কোন রাস্তা পরিহার করতে হবে তা জানার জন্যে ভগৎ সিং কে জানতে হবে। ভগৎ সিং ভারত ও পাকিস্তান দুই দেশেই শহীদের মর্যাদা পান। বিপ্লবীদের চিন্তা চেতনাকে বদলে দেন। তাদের দিক নির্দেশ করেছিলেন ভগৎ সিং। আমাদের জীবনে এগিয়ে চলার জন্যে সার্চ লাইটার মতো আলো ফেলতে পারে যারা তাদের মধ্যে একজন ভগৎ সিং। অনুষ্ঠানে ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ টি এস এফের নেতৃত্ত উপস্থিত ছিলেন। আগরতলা টাউন হলে আয়োজিত এই আলোচনাচক্র উপস্থিত দর্শক শ্রোতাদের অনেকটাই সমৃদ্ধ করে তোলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য