Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যগ্যাসের পাইপ ফেটে ভয়াবহ অভিকাণ্ড রাজধানীর গ্র্যান্ডিয়োজ ক্লাব সংলগ্ন সেন্ট্রাল রোড এক্সটেনশন...

গ্যাসের পাইপ ফেটে ভয়াবহ অভিকাণ্ড রাজধানীর গ্র্যান্ডিয়োজ ক্লাব সংলগ্ন সেন্ট্রাল রোড এক্সটেনশন এলাকায়।

ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রেহাই পেল ঘনবসতি সম্পন্ন রাজধানীর গ্র্যান্ডিয়োজ ক্লাব এলাকা। গ্যাসের পাইপলাইন ফেটে এই বিপত্তির সৃষ্টি হয়। জানা গেছে ,সেন্ট্রাল রোড এক্সটেনশনের গ্রান্ডিয়োজ এলাকায় এদিন সকাল থেকে পানীয় জলের পাইপলাইনের কাজ চলছিল। রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে ঝুলন্ত ব্রিজ এলাকার মাঝ বরাবরস্থানে চলছিল এই পাইপ লাইনের কাজ। পাইপলাইনের সারাই করতে গিয়ে শ্রমিকরা ভূগর্ভস্থ গ্যাসের পাইপলাইন ফাটিয়ে দেয়।সাথে সাথে বিকট শব্দ হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুনের লেলিহান শিখা প্রায় 20 থেকে 25 ফুট উঁচুতে উঠে যায় ।অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এবং আরো একটি ছোট ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে ।দমকল কর্মীরা অগ্নিকাণ্ডের উৎস মুখে জল ঢেলে চললেও তা আয়ত্তে আসছিল না ।খবর দেওয়া হয় টিএনজিসিএল কর্তৃপক্ষকে ।অভিযোগ, টিএনজিসিএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসতে বেশ কিছুটা সময় লাগায় ।এদিকে আগুনের লেলিহান শিখার উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেতেই থাকে ।এদিন গ্র্যান্ডিয়োজ এলাকার এক যুবক জানান, পাইপ লাইনের কর্মরত শ্রমিকরা গ্যাসের লাইন ফাটিয়ে ফেলায় বিকট শব্দ হয়ে আগুনের সৃষ্টি হয়। দমকল কর্মীরা সাথে সাথে ঘটনাস্থলে ছুটে এলেও গ্যাসের পাইপ লাইনে গ্যাস প্রবাহ বন্ধ না হওয়ার দরুন আগুন আয়ত্তে আসছে না। এই ঘটনায় একটি বাড়ির কিছুটা অংশ এবং রাস্তায় দাঁড় করানো একটি দ্বিচক্র যান পুড়ে খাক হয়ে যায় বলে জানান তিনি।

দমকলের এক আধিকারিক জানান ,গ্যাসের পাইপ লাইন ফেটে এই অগ্নিকাণ্ডের উৎপত্তি ।গ্যাসের আগুন হওয়ায় জল ঢাললেও তা আয়ত্তে আনা যাচ্ছে না। সংশ্লিষ্ট গ্যাসের পাইপ লাইনে সরবরাহ করা গ্যাস বন্ধ করে দিতে হবে ।তবেই আগুন আয়তে আসবে বলে জানান তিনি।

এদিন বেশ কিছুটা সময় বাদে ঘটনাস্থলে ছুটে আসে টিএনজিসিএল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে তাদের আসতে কেন দেরি হল কেন সে সম্পর্কে সঠিক ব্যাখ্যা না দিয়ে টিএনজিসিএল এর আধিকারিক জানান ,সংশ্লিষ্ট লাইনটি বেশ বড় ।তাই সংশ্লিষ্ট লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করতে কিছুটা সময় নেবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত শহরের পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহের মূল কেন্দ্রটি ।ঝুলন্ত ব্রিজ এবং মাস্টার পাড়ার মাঝামাঝি স্থানে অবস্থিত এই কেন্দ্র থেকেই শহরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয় ।কোনক্রমে সরবরাহকৃত গ্যাসের উপর ভর করে আগুন সেই স্থানে পৌঁছতে পারলে গোটা শহর এক বড়সড়ো বিপর্যয় সম্মুখীন হত বলে তথ্য বিজ্ঞানের অভিমত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য