Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যসদর মহকুমা শাসকের কার্যালয়ের নতুন ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

সদর মহকুমা শাসকের কার্যালয়ের নতুন ভবনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যেই যত্ন সহকারে নির্মাণ কাজ সম্পন্ন করা শেষ করতে হবে।শনিবার সদর মহকুমা শাসকের কার্যালয় নির্মাণের ভুমি পূজন ও শিলান্যাস করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

সদর মহকুমা শাসকের কার্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে ।এই লক্ষ্যে শনিবার ভুমি পূজা এবং শিলান্যাস পর্ব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,২০২৪-২৫ অর্থ বর্ষের বাজেটে পরিকাঠামোগত উন্নয়ন খাতে প্রচুর টাকা রাখা হয়েছে ।প্রায় সাত হাজার কোটি টাকা পরিকাঠামোগত উন্নয়ন খাতে রাখা হয়েছে বলে জানান তিনি ।মুখ্যমন্ত্রী আরও জানান ,১৭ কোটি টাকা ব্যয়ে সদর মহকুমা শাসকের কার্যালয় নির্মাণ করা হচ্ছে ।প্রথম ক্ষেত্রে জি প্লাস টু ক্যাটাগরিতে হবে মহকুমা শাসকের কার্যালয়। পরবর্তী সময়ে এটিকে জি প্লাস ফাইভ ক্যাটাগরিতে বর্ধিত করা হবে ।এই কার্যালয় নির্মাণের জন্য সময় ধার্য করা হয়েছে ২২ মাস ।এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আধিকারিকরা সচেষ্ট হলে পরে দেড় থেকে দুই বছরের মধ্যেই এর নির্মাণ কাজ সম্পন্ন করা যায়। সংশ্লিষ্ট বিষয়ে আধিকারিকদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের প্রতিও এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিরোধীরা প্রচার করছে উন্নয়ন দেখা যাচ্ছে না ।রাজ্যে উন্নয়ন নেই ।তা তাদের বলতে দিন ।রাজ্যে উন্নয়নের গতি বেগবান হয়েছে বলে দাবি করে তিনি জানান ,আইজিএম হাসপাতালে মাদার এন্ড চাইল্ড কেয়ার ইউনিটের জন্য ২১২ কোটি টাকা ধার্য করা হয়েছে ।তিনি আরো জানান, সম্প্রতি দিল্লি সফরকালে রেলমন্ত্রীর নিকট রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস সহ ইন্টারসিটি এক্সপ্রেস চালু করার দাবি জানান তিনি। এমবিবি বিমানবন্দর টিকেও আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার দাবি জানিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য