আগরতলা লেইক চৌমুনি বাজারে বাঁধের উপর রাস্তার পাশে অস্থায়ী দোকান গুলিকে আগরতলা পৌরনিগম বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে এবার সোচ্চার হলো এস ইউ সি আই। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন সহ তিন দফা দাবিতে এবার দলের রাজ্য সাংগঠনিক কমিটি আগরতলা পৌরনিগমের মেয়র এর উদ্দেশ্যে প্রদান করে স্মারকলিপি। প্রতিনিধিমূলক এই ডেপুটেশনের নেতৃত্ব দেন দলের রাজ্য নেতৃত্ব মলিন দেববর্মা। এদিন সংবাদ মাধ্যমের সামনে মলিন দেববর্মা বলেন পুরনিগম কর্তৃপক্ষের দায়িত্ব ছিল এই ব্যবসায়ীদের জন্য বিকল্প রোজগারের ব্যবস্থা করা এবং তাদের জীবনধারণের সুযোগ দেওয়া, কিন্তু তারা তা করেনি। তাছাড়া উচ্ছেদের কাজ আইনসঙ্গত হলেও তা ন্যায়সঙ্গত নয়। দলটি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, প্রতিটি ব্যবসায়ীর পূনর্বাসনের জন্য অবিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং পূনর্বাসন না দেওয়া পর্যন্ত প্রতিটি পরিবারকে বেঁচে থাকার জন্য মাসিক অনুদান প্রদান করার দাবি জানিয়েছে।