ত্রিপুরা মেডিক্যাল কলেজের সাপ্লিমেন্টারি পরীক্ষার নাম করে ছাত্রদের থেকে অর্থ আদায়ের বিরুদ্ধে মেডিক্যাল শিক্ষা আধিকারিকের কাছে একটি ডেপুটেশন প্রদান করলো এসএফআই এবং টিএসইউ । জানা গিয়েছে যে ত্রিপুরা মেডিক্যাল কলেজের অধ্যাপকদের বিরুদ্ধে প্রায় এক কোটি টাকার মতো অর্থ ছাত্রদের কাছ থেকে হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে বলে । এদিন সংবাদ মাধ্যমের সামনে এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন কিছু অধ্যাপক ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এই গুরুতর বিষয়টি নিয়ে সম্পূর্ণ নিশ্চুপ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না । তাই সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকার অবিলম্বে এই অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা ব্যাক্ত করলে।