বিগত কিছুদিন আগে শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে রাজ্যের ট্রাফিক দপ্তর এবং আগরতলা পুরো নিগমের যৌথ উদ্যোগে রাস্তায় নেমেছিল। সচেতন করে দেওয়া হয়েছিল রাস্তায় কোন জায়গায় যেন বেআইনিভাবে দু চাকা কিংবা চার চাকার বাহন যেন দাঁড় করিয়ে না রাখা হয়। কিন্তু প্রশাসনের এই বার্তাকে বৃদ্ধাংগোষ্ঠী দেখিয়ে আবারো রাজধানীর বেশ কিছু জায়গায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখার চিত্র সামনে আসায় পুনরায় ময়দানে ট্রাফিক দপ্তর এবং আগরতলা পুর নিগম। বৃহস্পতিবার পোস্ট অফিস চৌমুনী থেকে কামান চৌমুনী ও অবধি অভিযান চালানো হয়। এ দিনের অভিধানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের এসপি সুদেষ্ণা ভট্টাচার্য এবং আগরতলা পুর নিগমের কর্মীরা। এদিন অভিযান কালে ট্রাফিক এসপি সুদেষ্ণা ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান শহরের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে।আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে। তাছাড়া, যে সমস্ত যানবাহন সঠিক কাগজপত্র নেই এবং হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে বলে জানান তিনি।