Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যছাত্র-ছাত্রীদের বেশ কিছু জলজ্যান্ত সমস্যা নিয়ে বামপন্থী ছাত্র সংগঠনের সাংবাদিক সম্মেলন

ছাত্র-ছাত্রীদের বেশ কিছু জলজ্যান্ত সমস্যা নিয়ে বামপন্থী ছাত্র সংগঠনের সাংবাদিক সম্মেলন

বৃহস্পতিবার মেলার মাঠ ছাত্র যুব ভবনে বামপন্থী দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টি এস ইউর পক্ষ থেকে এর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব এবং টি এস ইউর রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমের সামনে এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ছাত্র ছাত্রীদের কাছ থেকে এনএমসি- র গাইডলাইন মেনে নির্ধারিত ফি আদায়ের লক্ষ্যে সমস্ত রাজ্য সরকার একটি কমিটি গঠন করে যারা বেসরকারি সমস্ত মেডিকেল কলেজের ফি নির্ধারণ করে। সে মোতাবেক রাজ্য সরকারের নিকট ওই কমিটির রিপোর্ট পেশ করার আবেদন জানান।পাশাপাশি শান্তিনিকেতন এবং ত্রিপুরা মেডিকেল কলেজে এনএমসি-র গাইডলাইন নিয়ে দূর্বলতা রয়েছে। তাছাড়া ত্রিপুরার বেসরকারি স্কুল, কলেজগুলোতে লাগামহীনভাবে ফি বৃদ্ধি করা হচ্ছে। এভাবে ফি বাড়ালে বেশীরভাগ ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।তাই সংগঠনের পক্ষ থেকে ফি আদায়ে নিয়ন্ত্রণ কমিটি গঠন করার দাবি জানান এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য