Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্য৭৯টিলায় পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার শিবির অনুষ্ঠিত

৭৯টিলায় পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার শিবির অনুষ্ঠিত

পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনা নিয়ে আরো ব্যাপক প্রচারের প্রয়োজন ।শুক্রবার রাজধানীর ৭৯ টিলার ক্যান্সার হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ নিগমের জিবি ডিভিশনের অধীন একটি বিশেষ শিবিরে এই কথা জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ।বিদ্যুৎ মন্ত্রী জানান, বিভিন্ন স্থানে আয়োজিত শিবির থেকে এখন পর্যন্ত ১২ হাজার জন গ্রাহক নাম নথিভুক্ত করেছেন।

রাজ্যে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার বিশেষ প্রচার এবং নাম নথিভুক্তকরণ শিবির চলছে। শুক্রবার রাজধানীর ৭৯ টিলা জিবি সাব-ডিভিশনের বিপরীত দিকের মাঠে পিএম সূর্য ঘর মুফত যোজনার এক বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই মেগা শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি শিবিরের বিভিন্ন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান ,সারা রাজ্যে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার শিবির হচ্ছে ।এতে সারা পাওয়া যাচ্ছে ।কিন্তু খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে তা বলা যাবে না ।তিনি জানান ,এখন পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন শিবিরে বারো হাজার জন গ্রাহক এই যোজনায় নাম নথিভুক্ত করেছেন ।এই সংখ্যা আরো বৃদ্ধি পাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি ।বিদ্যুৎ মন্ত্রীর মতে ,জনগণ এখনো এর গুরুত্ব উপলব্ধি করতে পারেননি। তবে যারা এই যোজনার নাম নথিভুক্ত করেছেন তারা ভবিষ্যতে এর ফল পাবেন।

এই মেগা শিবিরে উপস্থিত রাজ্য পুলিশের একজন অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর।তিনি জানান ,তিনি ২০২৪ সালের জুন মাসে নিজ বাড়িতে পি এম সূর্য ঘর মুফত বিজলি যোজনার মাধ্যমে ৪ কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্লেট বসান ।এতে উনার খরচ হয় ২ লক্ষ ৬০ হাজার টাকা ।কেন্দ্রীয় সরকারের ঘোষণামত এর থেকে সাবসিডি পান ৮৫ হাজার ৮০০ টাকা ।গত গত ডিসেম্বর মাস থেকে তার বাড়িতে এই যোজনায় বিদ্যুৎ পরিষেবা প্রদান শুরু হয়েছে ।এর ফলে আগে যেখানে উনার বাড়িতে প্রতি মাসে বিদ্যুৎ বিল আসতো ৮ হাজার টাকা, সেই স্থানে গত ডিসেম্বর মাসে উনার বাড়িতে বিদ্যুতের বিল এসেছে মাত্র ১০ টাকা। জানুয়ারি মাসে এই বিদ্যুতের বিল এসেছে 34 টাকা ।তিনি আরো জানান ,এই দুই মাসে তিনি রাজ্য সরকারের কাছে 92 ইউনিট বিদ্যুৎ বিক্রি করেছেন।অন্যান্য শিবির গুলির মত এই শিবিরেও বিদ্যুৎ নিগমের আধিকারিক ,সোলার প্লেট স্থাপনের ভেন্ডার এবং বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন ।এই শিবিরকে কেন্দ্র করে গ্রাহকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য