Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যলেক চৌমুহনী বাজারে দখলদারীদের বিরুদ্ধে অভিযানের প্রচার ঘিরে জল্পনা

লেক চৌমুহনী বাজারে দখলদারীদের বিরুদ্ধে অভিযানের প্রচার ঘিরে জল্পনা

রাজধানীর লেক চৌমুহনী বাজারে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে অভিযানে নামতে চলেছে পৌর প্রশাসন ।চলছে মাইক যোগে প্রচার ।এই অবস্থায় আশঙ্কিত ক্ষুদ্র ব্যবসায়ীরা এদিন স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মার সাথে দেখা করে পুনর্বাসনের দাবী জানান।

রাজধানীর লেক চৌমুহনী বাজারের বাঁধের উপর অবৈধভাবে দখলদারি ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামতে চলেছে আগরতলা পৌরনিগম প্রশাসন ।সংশ্লিষ্ট বিষয় নিয়ে গত চার ফেব্রুয়ারি লেক চৌমুহনী বাজারে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,আগরতলা পৌর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব ,স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা ।এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় ৬ ফেব্রুয়ারির মধ্যে লেক চৌমুহনী বাজারের বাঁধের উপর অবৈধভাবে দখল করে রাখা ব্যবসায়ীদের দোকানপাট গোটাতে হবে। প্রশাসনের সিদ্ধান্ত মত চলে সংশ্লিষ্ট বিষয়ে মাইকে প্রচার। এই প্রচার কে ঘিরে আতে ঘা লেগছে বাজারের অবৈধভাবে দখলদারি ক্ষুদ্র ব্যবসায়ীদের। এদিন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মার সাথে দেখা করে সংশ্লিষ্ট বিষয়ে পুনর্বাসন প্রদানের দাবি জানান ।এই প্রসঙ্গে এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে তারা বাঁধের উপর ব্যবসা করে আসছেন। এই ব্যবসার উপর নির্ভর করে তাদের সংসার প্রতিপালন করা হয় ।এই অবস্থায় পুনর্বাসন না দিয়ে তোজি নেই এমন ব্যবসায়ীদের দোকানপাট ভেঙ্গে দিলে তারা কোথায় যাবেন ।তিনি জানান, লেক চৌমুহনী বাজারের বাঁধের উপর প্রায় 500 থেকে 600 ক্ষুদ্র ব্যবসায়ীর কোন তোজি নেই।

এই প্রসঙ্গে বাজারের এক ক্ষুদ্র মহিলা ব্যবসায়ী জানান, রাজার আমল থেকে এই বাজার চলে আসছে ।দীর্ঘ বছর যাবত তারা এই বাজারে ব্যবসা করছেন ।তাদের মধ্যে অনেকেই ma ও ba পাশ করে চাকরি না পেয়ে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন ।এরা সবাই শ্রমজীবী এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের লোকজন ।এই অবস্থায় দোকানপাট ভেঙ্গে দেওয়া হলে তারা কোথায় যাবেন, কি করবেন, সে সম্পর্কে কিছুই বুঝে উঠতে পারছেন না তারা।

প্রসঙ্গত উল্লেখ্য যে লেক চৌমুহনী বাজার এলাকাটি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ।এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ।মেয়র এর নিকট এই বাজার সম্পর্কে বিস্তর অভিযোগ রয়েছে ।সংশ্লিষ্ট অভিযোগ গুলির প্রমাণও রয়েছে ।এই বাজারে অবৈধ কোন কার্যকলাপ তিনি করতে দেবেন না ।এই কথা পরিষ্কার জানিয়ে দেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অপরদিকে হঠাৎ করে এই সিদ্ধান্তে উপনীত হয়নি আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ ।এর আগে একাধিকবার মেয়র সহ পৌর নিগমের আধিকারিকরা লেক চৌমুহনী বাজার পরিদর্শন করে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাজার উন্নয়ন কমিটির নিকট নির্দেশ প্রদান করেন। কিন্তু এই নির্দেশ মোতাবেক কোন কাজ করা হয়নি বলেই বিভিন্ন মহলের অভিমত ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য