অবিলম্বে শিক্ষক পদে নিয়োগের দাবি জানালেন ২০২২ সালের এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীরা। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এসটিজিটি উত্তীর্ণরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী সহ অন্যান্য মন্ত্রিসভার সদস্যদের নিকট এই দাবি জানান।
অবিলম্বে শিক্ষক পদে নিয়োগের দাবি জানালেন 2022 সালের এসটিজিটি পরীক্ষায় সকল উত্তীর্ণ প্রার্থীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যদের নিকট তারা এই দাবি জানান। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা জানান ,২০২২ সালে তারা এসটি জিটি পরীক্ষায় বসেন। যদিও এই পরীক্ষার ফলাফল এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি ।তবে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ফাইনাল আনসার কি’র ভিত্তিতে তারা উত্তীর্ণ বলে জানতে পারেন। কিন্তু এখন পর্যন্ত নবম এবং দশম শ্রেণীর জন্য তাদের নিয়োগ করা হচ্ছে না ।পরীক্ষায় উত্তীর্ণ অনেকেরই বয়সসীমা পেরিয়ে যাচ্ছে ।তাই বিষয়টি নিয়ে তারা উৎকণ্ঠায় রয়েছেন ।এই অবস্থায় অবিলম্বে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগ করার দাবী জানান তারা।
সাংবাদিক সম্মেলনে তারা জানান, গত 6 বছরে এখন পর্যন্ত নবম এবং দশম শ্রেণির জন্য মাত্র ৬২৫ জনকে শিক্ষক পদে চাকরি প্রদান করা হয়েছে ।এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। রাজ্যের বহু স্কুলই শিক্ষক সংকটে ভুগছে ।অথচ সরকার সংশ্লিষ্ট বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছে না।