Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যচন্দ্রপুরে মৌমিতা দূর্ঘটনার ঘাতক গাড়ি ও চালককে আটক করল পূর্ব থানার পুলিশ

চন্দ্রপুরে মৌমিতা দূর্ঘটনার ঘাতক গাড়ি ও চালককে আটক করল পূর্ব থানার পুলিশ

গত ২৫ই জানুয়ারি দশমীঘাটে অসুস্থ বোনের ছেলেকে দেখে বাড়ি ফেরার পথে চন্দ্রপুরে উল্টোদিক থেকে আাসা একটি স্করপিও গাড়ি ধাক্কা মারে মৌমিতা শীলের স্কুটিতে এতে দুর্ঘটনার কবলে পড়ে মৌমিতা শীল সহ ও তার মা, বাবা। মার নাম সুজাতা শীল, বাবা প্রদীপ শীল। তারপর গুরুতরভাবে আহত মৌমিতা ও তাঁর মাতা পিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৌমিতা মারা যায়। অন্যদিকে তাঁর মাতা পিতা জিবিপি হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসারত। এদিন সংবাদ মাধ্যমকে পূর্ব আগরতলা থানার ওসি রাণা চাটার্জি জানিয়েছেন গত ২৫ জানুয়ারি রাতে দুর্ঘটনার পর ঘাতক গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। পূর্ব আগরতলা থানার পুলিশ তদন্তে নেমে গাড়ি সহ গাড়ির মালিককে হেফাজতে নিতে সক্ষম হয়েছে। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে। গাড়ির মালিক মন্তোষ দেব জয়নগরের বাসিন্দা বলেও জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য