Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যপরিবর্তনশীল বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জ্ঞান লাভ অত্যন্ত জরুরি: রাজ্যপাল

পরিবর্তনশীল বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জ্ঞান লাভ অত্যন্ত জরুরি: রাজ্যপাল

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সন্ধ্যায় ইকফাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তর পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ‘তরঙ্গ উৎসব-২০২৫’র উদ্বোধন করেন। অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটি ও ইকফাই বিশ্ববিদ্যালয় আয়োজিত যুবা সম্প্রদায়কে নিয়ে এই উৎসবের উদ্বোধন করে রাজ্যপাল ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ক্রমাগত পরিবর্তনশীল বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জ্ঞান লাভ অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে রাজ্যপাল শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন এবং শিক্ষার মূল্যবোধ ও শৃঙ্খলার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আরও বলেন, ছাত্রছাত্রীরাই আগামীদিনে প্রধানমন্ত্রীর স্বপ্নের বিকশিত ভারত-২০৪৭ গড়ে তোলার মূল শক্তি। এই লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার জন্য রাজ্যপাল ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিপ্লব হালদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেণারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন ও জার্নালিজম বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. বালা লাখেন্দ্র এবং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটির অতিরিক্ত সচিব ড. মমতা রাণী আগরওয়াল। তরঙ্গ উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৮০০-রও বেশি ছাত্রছাত্রী অংশ নিয়েছে। এই উৎসব আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য