Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যপ্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীতে উদ্ধার অগ্নিদগ্ধ অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ

প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীতে উদ্ধার অগ্নিদগ্ধ অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ

৭৬ তম প্রজাতন্ত্র দিবসের দিন যেখানে গোটা দেশ জাঁকজমক ভাবে দিনটিকে উদযাপিত করছিল সেদিন এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্যের শহর রাজধানী আগরতলা। প্রজাতন্ত্র দিবসের দিন রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর কৃষ্ণনগর টিআরটিসি গেটের উল্টোদিকের গলি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে। এদিন পশ্চিম আগরতলা থানা পুলিশের সাথে উদ্ধার কাজে ছুটে গিয়েছিল দমকলবাহিনী ও। উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত তাঁর পরিচয় জানা যায় নি। দেশের প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীতে এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হওয়ার পর নড়েচড়ে বসে রাজ্যের পুলিশ প্রশাসন সে দিকে লক্ষ্য রেখে সোমবার পশ্চিম থানার ওসি পরিতোষ দাস টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। এছাড়া ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ফরেনসিকের ডেপুটি ডিরেক্টর সুমন চক্রবর্তীও। এদিনের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য