সংবিধান আমাদের আত্মা। দেশের সৈনিকগণ আমাদের ধরকন ।সংবিধানকে শ্রদ্ধা করার পাশাপাশি আমরা যেমন আমাদের অধিকার নিয়ে চর্চা করব তেমনি দেশের প্রতি কর্তব্য নিয়েও আমাদের সচেতন হতে হবে। রবিবার মহাকরণে 76 তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করে এই কথা বলেন রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। এর আগে মন্ত্রী গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন ।সেখান থেকে অ্যালবার্ট এক্কা পার্কে যান এবং শহীদবেদিতে মাল্যদান করে শহীদ বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আজ ২৬ জানুয়ারি। ৭৬ তম প্রজাতন্ত্র দিবস ।সারা দেশব্যাপী যথাযথভাবে পালিত হচ্ছে 76 তম প্রজাতন্ত্র দিবস। ছিয়াত্তর তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রবিবার সকালে গান্ধী ঘাটে যান রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ ।সেখানে তিনি জাতির জনক মহাত্মা গান্ধী ও অন্যান্যদের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে মন্ত্রী রতনলাল নাথ জান এলবার্ট এক্কা পার্কে। সেখানে বীর শহীদ জোয়ানদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ র্অপন করে শ্রদ্ধা জানান তিনি ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর আধিকারিক সহ রাজ্য পুলিশের আধিকারিকরা ।অ্যালবার্ট এক্কা পার্ক থেকে মন্ত্রী রতন লাল নাথ যান মহাকরণে। মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। মহাকরণে মন্ত্রী সাথে উপস্থিত ছিলেন সচিব পি কে চক্রবর্তী সহ রাজ্য প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। মহাকরণে জাতীয় পতাকা উত্তোলনের পর মন্ত্রী রতন লাল নাথ জানান ,সারা দেশের সাথে রাজ্যেও আজ ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান তিনি। মন্ত্রী বলেন ,সংবিধান প্রতিটি দেশবাসীর আত্মা। দেশের সৈনিকরা এই আত্মার স্পন্দন।সংবিধানের প্রতি আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে ।সংবিধান প্রণেতাকেও সম্মান প্রদর্শন করতে হবে ।মন্ত্রী রতনলাল নাথ আরো জানান ,নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সংবিধান প্রণেতাকে যথাযথভাবে সম্মান প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করেছেন ।তিনি আরো জানান ,সংবিধান অনুসারে আমরা যেমন আমাদের অধিকার নিয়ে সচেতন থাকবো ,তেমনি দেশের প্রতি নাগরিকদের কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল থাকবো।
ছিয়াত্তর তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রাজ্যে মূল অনুষ্ঠানটি পালিত হয় আসাম রাইফেলস ময়দানে। এছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ,সরকারি ও বেসরকারি কার্যালয় ,বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থার উদ্যোগেও এদিন যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 76 তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়।