Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যদোকান ও সংস্থা আইন প্রত্যাহারের দাবিতে সিআইটিইউ-এর গনডেপুটেশন

দোকান ও সংস্থা আইন প্রত্যাহারের দাবিতে সিআইটিইউ-এর গনডেপুটেশন

গরিব শ্রমজীবীদের মানুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তা বেশি পরিলক্ষিত হচ্ছে শুক্রবার সিআইটিইউ আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে একথা বললেন সিআইটিইউ নেতা মানিক দে।

জানা গিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মহিলা শ্রমিকরা যেন রাতের বেলাও তাদের কর্তব্যে সচল থাকে এমন একটি আইন চালু করার দাবি জানিয়েছে আইটি কোম্পানিগুলি। যেটা আইনে ছিল না , এই আইন যদি চালু হয় তাহলে মহিলাদের সুরক্ষা প্রশ্ন চিহ্নের মুখে গিয়ে দাঁড়াবে , আর এর প্রতিবাদে ময়দানে নেমেছে সিআইটিইউ। কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে রাজ্য বিধানসভায়ও বিরোধীদের সাথে কোন প্রকার আলাপ আলোচনা না করেই এমন একটি আইনের প্রস্তাব এনে পাশ করিয়েও দিলো শাসক বিজেপি। এই আইনের প্রতিবাদে শুক্রবার সিআইটিইউ সদর কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর শ্রম দপ্তরে এসে শ্রম মন্ত্রীর উদ্দেশ্যে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে সিআইটিইউ এর এক প্রতিনিধি দল। এদিনের কর্মসূচি থেকে সিআইটিইউ নেতা মানিক দে সংবাদ মাধ্যমকে জানান এমনিতে রাজ্যে মহিলাদের সুরক্ষা তলানিতে , বিধানসভায় উত্থাপিত তথ্য অনুযায়ী প্রায় ৮০০ নারী নিখোঁজ এর মধ্যে কজন বাড়িতে ফায়ার এসেছে , উদ্ধার হয়েছে কজন বলে প্রশ্ন ছুড়েন শ্রী দে। তার কোথায় রাজ্যের মহিলারা নানাভাবে নির্যাতিত হচ্ছে ধর্ষণ করে খুন করা হচ্ছে , অপহরণ , লুটপাটের মত ঘটনা ঘটেই চলছে , নারীদের সুরক্ষা প্রদানে রাজ্যের পুলিশ প্রশাসন ও সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ , তাই এই মুহূর্তে এই ধরনের আইন চালু করা মহিলাদের আরো বিপদের দিকে ঠেলে দেওয়া বলে অভিমত ব্যক্ত করেন সিআইটিইউ নেতা মানিক দে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য