Friday, January 17, 2025
বাড়িখবররাজ্যআই ও সি এল প্রজেক্ট এর জন্য খাস ভূমিতে গড়ে উঠা দোকান...

আই ও সি এল প্রজেক্ট এর জন্য খাস ভূমিতে গড়ে উঠা দোকান উচ্ছেদ অভিযান শুরু করলো প্রশাসন

জানা গেছে পশ্চিম ত্রিপুরা জেলা অন্তর্গত সেকেরকোট রেল স্টেশন সংলগ্ন আই ও সি এল এর জ্বালানি তেল মজুতের কাজ চলছে দ্রুত গতিতে। এই জ্বালানী তেল মজুত করতে আই ও সি এল প্রজেক্টের জন্য প্রয়োজন চওড়া রাস্তার। এই রাস্তা চৌড়া করতে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে সেকেরকোট চা বাগান চৌমুহনী থেকে আই ও সি এল প্রজেক্ট পর্যন্ত রাস্তা তৈরি করার কাজ শুরু হয়েছে গত কয়েক মাস আগে আর সেই রাস্তার কাজ সম্পন্ন করতে সেকেরকোট চা বাগান চৌমুহনীর পাশে দোকান মালিকদের কে বেশ কয়েকদিন আগে তাদের দোকান তুলে নিতে বলা হয়েছিল এবং পরে সরকারি ভাবে নোটিশ জারি করা হয়েছিল কিন্তু তারপরেও গরিব অসহায় দোকানদারেরা তাদের দোকান ছাড়েনি। অবশেষে সদর মহকুমা প্রশাসনের পক্ষে ডুকলী রেভিনিউ সার্কেল এর ডিসিএম এবং বিক্রম নগর এর তহসিলদার পুলিশের সহযোগিতা নিয়ে শনিবার দুপুরে সেকেরকোট চা বাগান স্থিত বিভিন্ন দোকানে উচ্ছেদ অভিযান শুরু করেন। ড্রজার দিয়ে দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। এদিন মিহির সরকার নামে এক ব্যক্তি জানিয়েছেন তারা সদর মহকুমা শাসকের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য