দীর্ঘ দিন ধরে শান্ত থাকা ত্রিপুরা রাজ্যে নতুন করে উগ্রবাদীদের আনাগোনা বাড়ছে ও জঙ্গিরা রাজ্যে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, এই অভিযোগ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের। এই বিষয়ে তার আরো অভিমত, রাজ্যের বর্তমান সরকারের কাছে নিশ্চয়ই এই তথ্য রয়েছে। যদি এই তথ্য না থাকে তাহলে এটা সরকারের দুর্বলতা। বাইরে থেকে যে সকল জঙ্গিরা আসছে তারা কোথা থেকে আসছে, কোন জায়গায় সংঘটিত হচ্ছে তাদের পেছনে কোন শক্তি রয়েছে তার সরকার ভালো করে যানবে। বামফ্রন্ট রাজ্যের ক্ষমতায় থাকাকালীন সময়ে এইসব বিষয়ে নজরদারি ছিল ফলে তখন মূল জায়গাতে আঘাত দেওয়ার চেষ্টা হয়েছে। তখন জঙ্গিদের সঙ্গে মতাদর্শগত লড়াই যেমন চলেছে তেমনি তাদের বিভিন্ন সমস্যার বিষয়ের রাজ্য সরকার কথা শুনতো এবং তাদের সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা হতো বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে। আগে তারা বিভিন্ন সময় সীমান্ত অতিক্রম করে রাজ্যের অন্যান্য জায়গায় গোলমাল বাঁধানোর চেষ্টা করতো। জঙ্গিরা যাতে এই কাজে সফল না হতে পারে তার জন্য নিরাপত্তা রক্ষী বাহিনীদেরকে করা নির্দেশ দেওয়া হতো। আরো বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন মানিক সরকার। মানুষ শান্তি ও সম্প্রীতি চায় তাই সরকারকে সেই ভাবে কাজ করতে হবে। রবিবার সি পি আই এম দলের ত্রিপুরা রাজ্যের মুখপাত্র ডেইলি দেশের কথা পত্রিকার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানী আগরতলার মেলার মাঠ এলাকার পত্রিকা অফিসে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মানিক সরকার। সেখানে সাংবাদিকদের তরফে রাজ্যে উগ্রবাদী সমস্যা নতুন করে সৃষ্টির আশঙ্কা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এই অভিমত ব্যক্ত করেন।