Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যরাজ্যেও আন্তর্জাতিক মৃত্তিকা দিবস উদযাপিত

রাজ্যেও আন্তর্জাতিক মৃত্তিকা দিবস উদযাপিত

ভূমি আমাদের জীবনের অন্যতম প্রধান। তাই মৃত্তিকা বা মাটি রক্ষা করা একান্ত প্রয়োজন ।এই লক্ষ্যকে সামনে রেখে সারা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যেও বৃহস্পতিবার বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন করা হয় ।এই উপলক্ষে অরুন্ধতীনগরের কৃষি কেন্দ্রে এক কর্মশালার আয়োজন করা হয় ।এই কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্য আধিকারিকরা।

১৯১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮ তম অধিবেশনে ৫ ডিসেম্বর দিনটিকে বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মানব জীবনের জীবনধারণের অন্যতম উপাদান মাটি র গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই জাতিসংঘের এই সিদ্ধান্ত ।প্রতিবছর জাতিসংঘের এই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে সারা বিশ্বে পাঁচ ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় ।এই উপলক্ষে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর অরুন্ধতীনগর কৃষি কেন্দ্রে।এই কৃষি কেন্দ্রে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয় ।এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ কৃষি বিভাগের বিভিন্ন আধিকারিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। তিনি বলেন, জীবনধারণের জন্য মাটির ভূমিকা গুরুত্বপূর্ণ ।মাটিকে রক্ষা করা আমাদের একান্ত প্রয়োজন ।তাই ভূমিক্ষয় রোধ করে মাটিকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মৃত্তিকা সুরক্ষায় কি কি করণীয় সেই সম্পর্কে কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিকরা বক্তব্য রাখেন। বক্তব্যে আধিকারিকরা মৃত্তিকার ক্ষয় রোধে সকলের মধ্যে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য