Friday, January 17, 2025
বাড়িখবররাজ্যনিয়মিত পরিষেবায় বহিরাজ্যে রেফারের সংখ্যা কমছে - ডাক্তার রেড্ডি

নিয়মিত পরিষেবায় বহিরাজ্যে রেফারের সংখ্যা কমছে – ডাক্তার রেড্ডি

এজিএমসি তথা জিবি হাসপাতালে রোগীদের যথাযথ চিকিৎসা পরিষেবা প্রদান করে চলছে নিউরোলজি এবং নিউরো সার্জন ডিপার্টমেন্ট। বৃহস্পতিবার এজিএমসির কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে চিকিৎসা পরিষেবার তথ্য তুলে ধরলেন এই দুই বিভাগের চিকিৎসক যথাক্রমে ডাক্তার আবীরলাল নাথ এবং ডাক্তার এস রেডি। নিউরো সার্জেন্ট ডাক্তার এস রেড্ডি জানান হাসপাতালে কিছু পরিকাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে ।এই কাজ সম্পন্ন হলে পরিষেবার গতি আরো বৃদ্ধি পাবে।

গত বেশ কয়েক বছর ধরেই এজিএমসি তথা জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ করে চলছে নিউরোলজি এবং নিউরো সার্জন এই দুটি বিভাগ ।নিউরোলজি বিভাগে রয়েছেন এইচ ও ডি তথা অধ্যাপক ডাক্তার আবীর লাল নাথ এবং নিউরো সার্জন বিভাগে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডাক্তার এস রেড্ডি। বৃহস্পতিবার এজিএমসির কনফারেন্স হলে এই দুই চিকিৎসক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সাংবাদিক সম্মেলনে নিউরো সার্জারি ডিপার্টমেন্টের সার্জন তথা ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডাক্তার রেড্ডি জানান ,এখন পর্যন্ত তিনি কাজে যোগদান করার পর বেশ কিছু নিউরো সার্জারি জিবি হাসপাতালে হয়েছে ।রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন রেফারের সংখ্যা হ্রাশের লক্ষ্য রেখে কাজ করতে। সেই মতো বিভাগে কিছু পরিকাঠামোর প্রয়োজন। এই পরিকাঠামো গুলির যোগান সম্ভব হলেই হাসপাতালে পরিষেবার গতি আরো বৃদ্ধি পাবে।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এজিএমসি তথা জিবি হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আবীরলাল নাথ জানান, নিউরোলজি এবং নিউরো সার্জন এই দুই বিভাগ মিলে নিউরোসায়েন্সকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে চলছেন তারা ।তিনি জানান ২০২৩ সালের ৩১ মে থেকে তিনি চাকরিতে যোগদান করেছেন ।এরপর থেকে এখন পর্যন্ত জিবি হাসপাতালে ওপিডি’র পাশাপাশি ডায়াগনস্টিক সার্ভিস অব্যাহত রয়েছে ।তিনি জানান ,নার্ভ কন্ডাকশন টেস্ট নিয়মিত চলছে। এখন পর্যন্ত প্রায় ৬ ০০ জনের ncv test হয়েছে ।এর পাশাপাশি ইএমজি, আরএনএসটি, ভিইপি টেস্ট ও ব্রেনের এনজিওগ্রাফির কাজ চলছে।

সাংবাদিক সম্মেলনে জিবি হাসপাতালের এম এস ডাক্তার শঙ্কর চক্রবর্তী ,ডেপুটি এম এস ডাক্তার কনক চৌধুরী সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য