আগরতলার পুরাতন রাজবাড়ীটিকে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের জাতি জনজাতীরা রাজ্যের উন্নয়ন চায়। কিন্তু ইতিহাস মুছে উন্নয়ন কোনোদিনই সম্ভব নয়। কেননা ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য দ্বারা নির্মিত হয়েছিল। এটি ২০১৮ সাল পর্যন্ত ত্রিপুরার রাজভবন হিসেবে ছিল, যা পরবর্তীতে স্থানান্তরিত হয়। তাই পুরাতন রাজভবনে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্তে পুনঃবিবেচনা করার দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে ওয়াই টি এফ। এদিন সংগঠনের সদস্যরা রবীন্দ্র শতবার্ষিক ভবনের সামনে থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক নেতা বলেন, পুষ্পবন্ত প্রাসাদ ত্রিপুরার একটি প্রাচীন রাজকীয় প্রাসাদ।
কিন্তু রাজ্য সরকার পুরাতন রাজভবনে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ঐতিহাসিক স্থান গুলিকে টাকা ও লাভের জন্য বিক্রি করে দেওয়া রাজ্য সরকারের উচিত নয় বলে জানান তিনি।