ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজ সুকান্ত একাডেমিতে ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট উপলক্ষে ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ কর্মসূচিতে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলার প্রেস ইনফরমেশন ব্যুরো এই অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য, এই ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট আগামী ৫-৯ ফেব্রুয়ারি, ২০২৫ নয়াদিল্লির ভারত মন্ডপমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ভারতবর্ষ এখন ডিজিটাল জগতে এক বিশেষ জায়গা করে নিয়েছে। সমস্ত বিষয়ের প্রকৃত তথ্য যাতে সঠিক মাধ্যমের দ্বারা প্রকাশ পায় তা সুনিশ্চিত করতে হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. দীপক শর্মা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ফ্যাকাল্টি সমদর্শী দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রেস ইনফরমেশন ব্যুরোর উপঅধিকর্তা শুভাশিস চন্দ বলেন, দেশের নতুন প্রজন্মের যুবারা যাতে অডিও ভিস্যুয়াল ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের আধিকারিক, বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও এনসিসির ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে রাজ্যভিত্তিক এক রোড শো অনুষ্ঠিত হয়।