Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যনিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ট্যাট উত্তীর্ণদের

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ট্যাট উত্তীর্ণদের

অবিলম্বে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করলো 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ।পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়েই তারা বিক্ষোভ প্রদর্শনে সামিল হয় ।পরে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে অন্যত্র নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় এদিন রাজধানীর লক্ষীনারায়ণ বাড়ি রোড এলাকায় উত্তেজনা ছড়ায়।

অবিলম্বে নিয়োগের দাবিতে রবিবার হঠাৎ করেই লক্ষ্মীনারায়ণবাড়ী রোডস্হিত মুখ্যমন্ত্রীর বাড়ির ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করে ২০২২ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ।শহরের বিভিন্ন স্থানে জড়ো হয়ে সেখান থেকে তারা দলে দলে লক্ষীনারায়ণ বাড়ি রোড এলাকায় সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ।অথচ এর কোন আগাম খবরই রাখার প্রয়োজন অনুভব করলনা রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। বেশ কিছুক্ষণ সময় ধরে চাকুরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ।খবর পেয়ে তরিঘরি ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী ।পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিতে চায় ।কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শনে অনড় থাকেন ।ফলে এক প্রকার বাধ্য হয়েই পুলিশ তাদের গ্রেপ্তার করে অন্যত্র সরিয়ে নিয়ে যায় ।এদিন গ্রেপ্তারের পর পুলিশের প্রিজন ভ্যানে ২০২২ সালের টেট উত্তীর্ণ এক চাকরি প্রার্থী জানান, এই নিয়ে চাকরির দাবিতে ১২ থেকে ১৫ বার তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার উদ্দোগ গ্রহণ করেন ।কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করেন না । উনার হাতে সময় থাকলেও উনি ট্যাট উত্তীর্ণদের সাথে দেখা করার সময় পান না ।তাই তারা বাধ্য হয়ে চাকরির দাবিতে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় ।পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার ।এর মধ্যে ২৪৯ জন টেট পরীক্ষায় উত্তীর্ণ হন। এদের বিভিন্ন বিদ্যালয়ে নিয়োগের কথা রয়েছে ।কিন্তু এখন পর্যন্ত তাদের নিয়োগ করা হচ্ছে না ।এদিকে টট উত্তীর্ণদের মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে রাজ্য পুলিশের বেআব্রু চেহারা ফের একবার জনসম্মুখে বেরিয়ে আসলো। এত বড় একটা কর্মসূচি সংঘটিত করা হলো অথচ এর আগাম কোন খবরই পেল না রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা ।এই নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য