জনজাতিদের বিভিন্ন সম্প্রদায়ের মাতৃভাষার বিকাশে সরকার আগ্রহী। শনিবার রাজধানীর টিএফডিপিসি’র সভা গৃহে রিয়াং জনজাতিদের মাতৃভাষা সংক্রান্ত এক আলোচনায় অংশগ্রহণ করে এই কথা জানান মন্ত্রী রতন লাল নাথ।
শনিবার রাজধানীর টিএফডিপিসি’র সভা গৃহে রিয়াং জনজাতিদের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় ।এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। এ ছাড়া বিধানসভার রিয়াং সম্প্রদায়ের প্রতিনিধি, এমডিসি সহ বিশিষ্ট জনেরা এই সভায় উপস্থিত ছিলেন। সভায় দুটি দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।এর মধ্যে একটি হলো রিয়াং জনজাতিদের মাতৃভাষার সরকারি স্বীকৃতি প্রদান এবং রিয়াং জনজাতিদের ঐতিহ্যবাহি ধর্মীয় অনুষ্ঠান হজাগিরি উৎসবে সরকারি ছুটি ঘোষণা করা ।সংশ্লিষ্ট দুটি দাবির প্রতি সহমত পোষণ করেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান দেশের প্রত্যেক মাতৃভাষা বিকশিত হোক ।রাজ্য সরকারও তা চায় ।রিয়াং জনজাতিরা রাজ্যে দ্বিতীয় বৃহত্তম জনজাতি সম্প্রদায় ভুক্ত ।তাদের মাতৃভাষা কক bru আরো বিকশিত হোক সেই লক্ষ্যে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। বিধায়ক প্রমোদ রিয়াং সহ এই কমিটির সদস্য এবং বিশিষ্ট জনেরা এই বৈঠকে উপস্থিত হয়েছেন ।এই বৈঠক থেকে কক ব্রু মাতৃভাষার স্বীকৃতি প্রদান এবং হজাগিরী উৎসবে রাজ্য সরকার কর্তৃক ছুটি ঘোষণা করার দাবি উঠেছে। এই মাতৃভাষা বিকশিত হোক এমনটা তিনি নিজেও জান বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।
টিএফডিপিসি’র সভা গৃহে আহুত এই বৈঠকে রিয়াং জনজাতি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তারাও সংশ্লিষ্ট দুটি দাবির প্রতি সহমত পোষণ করেন।