রাজধানীর লক্ষ্মীনারায়ণবাড়ী রোড এবং মহারাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে এক মহিলা সহ চার নেশা কারবারিকে গ্রেপ্তার করলো পূর্ব থানার পুলিশ ।তাদের কাছ থেকে ব্রাউন সুগারের কৌটো এবং পাউচ প্যাকেট উদ্ধার করেছে পুলিশ ।পূর্ব থানার পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জি এই সংবাদ জানান।
শহরের দাপিয়ে চলছে নেশার কারবার ।চেইন মার্কেটিং এর মতই নেশা কারবারীরা রাজধানীতে ছেয়ে গেছে। বৃহস্পতিবার রাজধানীর লক্ষ্মীনারায়ণবাড়ী রোড এবং মহারাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে চার নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা নেশা কারবারিও রয়েছে ।ধৃত নেশা কারবারিরা হল দীপিকা দেবনাথ ,ঝুলন মিয়া, প্রীতম দাস এবং আকাশ দেববর্মা। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানান। তিনি জানান ,পূর্ব থানার এসআই সমরেশ চাকমা এবং মহিলা এসআই কমলা রানী মুরা সিংয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ এই নেশা কারবারিদের গ্রেফতার করে ।তাদের সাথে আরও দু-তিন জন ছিল ।তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি।
এদিন পূর্ব থানার ওসি আরো জানান, ধৃত নেশা কারবারিদের কাছ থেকে হিরোইনের একাধিক কৌটো এবং একটি পাউচ প্যাকেট পাওয়া গেছে। এছাড়া ৭ হাজার ৫০০ টাকা এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।