Monday, December 2, 2024
বাড়িখবররাজ্য৬৭ জন প্রাণী চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিল প্রাণিসম্পদ বিকাশ দপ্তর

৬৭ জন প্রাণী চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিল প্রাণিসম্পদ বিকাশ দপ্তর

৬৭ জন প্রাণী চিকিৎসক পেল প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ।বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে ৬৭ জন ব্যাটেনারী অফিসারদের নিয়োগপত্র প্রদান করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি জানান, ৬৭ জন নতুন চিকিৎসক পাওয়ায় প্রাণিসম্পদ বিকাশ দপ্তর আরো শক্তিশালী হলো।

বুধবার ৬৭ জন প্রাণী চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। এই উপলক্ষে গোর্খাবস্তিস্হিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ,দপ্তরের সচিব ,অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা ।নিয়োগপত্র বিলি অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস ।পরে নির্বাচিত প্রাণী চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস ,দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা ।এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, দীর্ঘদিন ধরেই দপ্তরে ম্যানপাওয়ারের স্বল্পতা ছিল। এদিনের নিয়োগের ফলে এই শূন্যতার কিছুটা পূরণ হবে। এর ফলে বর্তমানে জেলা এবং মহকুমাস্থিত প্রাণী চিকিৎসালয় গুলিতে প্রাণীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা যাবে ।এতদিন প্রয়োজনীয় ডাক্তারের অভাবে পরিষেবা প্রদানে ব্যাঘাত ঘটছিল ।এই নিয়োগ দপ্তরের বিভিন্ন প্রকল্প রূপায়নে বিশেষ সহায়ক হবে বলে জানান তিনি ।এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানান প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

এদিন মন্ত্রী আরো জানান, এখনো প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে প্রায় ১০০ জনের বেশি প্রাণী চিকিৎসকের শূন্য পদ রয়ে গেছে। অবিলম্বে এই শূন্য পদ পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য দপ্তর থেকে কেবিনেটে ফাইল পাঠানোর জন্য তিনি দপ্তরের অধিকর্তা এবং সচিবকে বলেছেন বলে জানান ।মন্ত্রী আরো জানান, এই নিয়োগের ফলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আরো শক্তিশালী হলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য