Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যচুরি যাওয়া বাইক উদ্ধার করে দক্ষতার পরিচয় দিল আমতলী থানার পুলিশ

চুরি যাওয়া বাইক উদ্ধার করে দক্ষতার পরিচয় দিল আমতলী থানার পুলিশ

চুরি যাওয়া বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে আবারো দক্ষতার পরিচয় দিল আমতলী থানার পুলিশ। জানা গেছে গত ৪ নভেম্বর শ্রীনগর থানার অন্তর্গত রামগতি পাড়ার নিকুঞ্জ দেববর্মার টি আর ০১ এল ৫৬৯৫ নম্বরের একটি বাইক বাড়ি থেকে চুরি হয়ে যায়। পরে বাইকের মালিক নিকুঞ্জ দেববর্মা শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করে। এরই মধ্যে গত ৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার আমতলী থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল দাসের নেতৃত্বে মোবাইল ডিউটিতে গিয়ে মহেশখলা দাস পাড়া এলাকার একটি জঙ্গল থেকে নিকুঞ্জ দেববর্মার চুরি হয়ে যাওয়া বাইকটির উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার রাতে বাইকের প্রকৃত মালিক নিকুঞ্জ দেববর্মাকে পুলিশ আঞ্চলিক থানায় ডেকে এনে চুরি যাওয়া বাইকটি উনার হাতে তুলে দেওয়া হয়। চুরি যাওয়া বাইক পুলিশের মাধ্যমে খুঁজে পেয়ে বাইকের মালিক নিকুঞ্জ দেববর্মা আমতলী থানার পুলিশসহ গোটা আরক্ষা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে পুলিশ সঠিকভাবে কাজ করায় উনার চুরি যাওয়া বাইকটি ফিরে পেয়েছে তার জন্য তিনি অত্যন্ত খুশি। তাই তিনি বলেছেন পুলিশ কাজ করে না এমনটা নয় অবশ্যই পুলিশের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য