মাই ভারত পোর্টালের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বুধবার রাজধানীতে সাফাই অভিযান করল ত্রিপুরা রাজ্য এনএসএস সেল এবং যুব বিষয়ক ও ক্রিয়া দপ্তর। এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্য ব্রত নাথ ,এন এস এস সেলের আধিকারিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা।
মাই ভারত পোর্টালের এক বছর পূর্তি হল ।এই উপলক্ষে বুধবার ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের নির্দেশে দেশের ৫০০ টি জেলায় বিশেষ স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয় ।এই পাঁচশটি জেলার মধ্যে রাজ্যের পশ্চিম জেলা এবং উত্তর জেলা রয়েছে। বুধবার রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা রাজ্য এনএসএস সেল-এর যৌথ উদ্যোগে রাজধানীতে সাফাই অভিযানের আয়োজন করা হয় ।রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এই স্বচ্ছতা অভিযান এর সূচনা হয় ।এই স্বচ্ছ ভারত অভিযানে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকতা সত্য ব্রত নাথ, ত্রিপুরা রাজ্য এনএসএস সএলের আধিকারিক সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন ।এদিন এই কর্মসূচি প্রসঙ্গে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ জানান, জনগণের মধ্যে স্বচ্ছতার প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দিতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিন এই কর্মসূচি উপলক্ষে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে সাফাই অভিযান শুরু করে রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বর হয়ে কামান চৌমুহনী পর্যন্ত বিস্তির্ণ এলাকায় সাফাই অভিযান করে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যরাও এই সাফাই অভিযানে অংশ গ্রহণ করে।