Sunday, March 16, 2025
বাড়িখবররাজ্যটি সি এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ কংগ্রেসের

টি সি এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ কংগ্রেসের

রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করলো কংগ্রেস। দলের নেতাকর্মীরা সোমবার দুপুরে এই বিক্ষোভ প্রদর্শন করেন। কংগ্রেস নেতাকর্মীদের অভিযোগ গোষ্ঠী কোন দলে জর্জরিত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ক্ষমতা দখলের লড়াইয়ের জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশনে এখন অস্ত্রের আস্ফাল চলে। ক্ষমতাসীন দলের ২ গোষ্ঠী এর সঙ্গে জড়িত। তারা রাজ্যের ক্রিকেটের উন্নতির কথা চিন্তা না করে ক্ষমতার দখলের লড়াইয়ে ব্যস্ত। এর ফলে ত্রিপুরা রাজ্যের বহু প্রতিভাবান ক্রিকেটার তাদের প্রতিভার পরিচয় তুলে ধরতে পারছেন না। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ত্রিপুরা রাজ্যের ক্রিকেটের সুনাম নষ্ট হচ্ছে। এমনকি প্রতিভাবান ক্রিকেট খেলোয়ারদের কেউ ও অপমান করা হচ্ছে অ্যাসোসিয়েশনের তরফে বলে অভিযোগ জানানো হয়। অবিলম্বে এইসব বন্ধ করে রাজ্যের ক্রিকেটের সুনাম ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করা এবং ক্রিকেটারদেরকে যোগ্য সম্মান জানানো এবং এিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকঅবিলম্বে পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয় এদিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য