শারদ উৎসবের আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, পূজো উদ্যোক্তাদের তা মনে করিয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। বুধবার মহাষষ্ঠীর দিনে রাজধানীর সরোজ সংঘের পুজো মন্ডপ উদ্বোধন করে এই কথা জানান তিনি।এদিন সরোজ সংঘ আয়োজিত দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন রাজ্য বিজেপি সভাপতি।
বুধবার মহাষষ্ঠী ।দেবীর বোধন ।আর দেবীর বোধনের পূর্ণ লগ্নে বুধবার সকালে রাজধানীর জগহরিমুড়ার সরোজ সংঘের পূজোমণ্ডপের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাস সহ সংঘের পদাধিকারীক ও সদস্যরা। পূজো মণ্ডপের উদ্বোধন উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করে সরোজ সংঘ ।এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ।অনুষ্ঠানে তিনি জানান ,রাজ্যের শারদ উৎসবের একটা ঐতিহ্য রয়েছে ।এই ঐতিহ্যকে অক্ষুন্ন রাখতে হবে ।পাশাপাশি পুজোর দিনগুলিতে নিজেদের আনন্দ যেন অপরের নিরানন্দ সৃষ্টি না করে সেদিকে সতর্ক থাকার জন্য পুজো উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিন শারদ উৎসব এবং পূজো মন্ডপ উদ্বোধন উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার প্রায় ২০০ জন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় ।পূজোর প্রাক্কালে নতুন বস্ত্র হাতে পেয়ে খুশি দুস্থ জনেরা।