রাজধানীর দশমি ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন। শনিবার প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুজো উদ্যোক্তাদের সহযোগিতা চান তিনি।
বিশুদ্ধ পঞ্জিকা মতে শনিবার দশমী ।আর শাস্ত্র মেনে শনিবার দুপুর থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া ।আগরতলায় প্রতিমা নিরঞ্জন এর মূল কেন্দ্রটি হল দশমি ঘাট ।এদিন রাজধানীর দশমী ঘাটে একের পর এক প্রতিমা নিরঞ্জনের জন্য আসতে থাকে ।প্রধানত বাড়ি ঘরের পুজোগুলি এদিন বিসর্জন দেওয়া হয়। এই বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতে আগরতলা পৌরনিগমের ১০০ জন কর্মীসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা দশমি ঘাটে উপস্থিত রয়েছেন ।বিসর্জন প্রক্রিয়া প্রত্যক্ষ করতে দশমি ঘটে ছুটে যান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি নিরঞ্জন প্রক্রিয়া নিয়ে কথা বলেন আধিকারিক সহ সাফাই কর্মীদের সাথে ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ,প্রতিমা নিরঞ্জনের জন্য দশমি ঘাটকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। আলোকসজ্জাসহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। নিরঞ্জন প্রক্রিয়ায় ১০০ জনের মত পৌর কর্মী রয়েছেন। রয়েছেন সাফাই কর্মীসহ আধিকারিক ও অন্যান্যরাও ।তিনি আরো জানান , পূজো উদ্যোক্তারা সাউন্ড সিস্টেম নিয়ে দশমি ঘাটে প্রবেশ করতে পারবেন না ।বিসর্জনের জন্য তাদের শুধু প্রতিমা নিয়ে দশমি ঘাটে এলেই চলবে ।বাদবাকি সমস্ত ব্যবস্থা করবে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ। পৌরনিগমের মহিলা কর্মীরা শঙ্খ ও উল্লু ধ্বনি দিয়ে মাকে আরতির মধ্য দিয়ে বিসর্জন দেবেন। প্রতিমা বিসর্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র।
এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আরো জানান ,গত বছর দশমী ঘাটে সর্বমোট ৩৭০ টি প্রতিমা বিসর্জন দেওয়া হয় ।এবছর এর সংখ্যা বৃদ্ধি পাবে বলেই আশা করেন তিনি।