বুধবার রাজধানীর মেলামাঠস্থিত ছাত্র যুব ভবনে বামপন্থী ছাত্র সংগঠন ভারতীয় ছাত্র ফেডারেশনের উদ্যোগে বাঙালির সর্ববৃহৎ উৎসব শারদীয়া দুর্গোৎসবের মহাষষ্ঠীর দিন রক্তদানের মত মহৎ কর্মসূচির মধ্য দিয়ে শুরু করলো উৎসবের। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম পুলিটব্যুরুর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার , সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ মাধ্যমের সামনে রক্তদানের মহত্ব তুলে ধরার পাশাপাশি জম্মু কাশ্মীরের নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি , জানিয়েছেন যে সংবিধান উলটপালট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি। তার বিরুদ্ধে জম্মু কাশ্মীরের জনগণ মুখ্য জবাব দিয়েছেন। জম্মু কাশ্মীরের ফলাফল অসাধারণ ঘটনা। এই জয় গনতন্ত্রের জয়। কেননা ১০ বছর পরে জম্মু কাশ্মীরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিজেপির সম্পূর্ণ আস্হা ছিল নির্বাচনে তাঁরাই জয়ী হবেন। কিন্তু জম্মু কাশ্মীরের জনগণ প্রমাণ করে দিয়েছেন বিজেপি সরকারকে তাঁরা গ্রহণ করেন নি। কারণ, সংবিধানকে বিজেপি সরকার পাল্টে দিয়েছে। তাঁদের কাছ থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়েছে। তাই বিজেপির বিরুদ্ধে জনগণ সঠিক রায় দিয়েছেন।