রাজধানীর একটি হোটেলে বিআইএসের উদ্যোগে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে-২০২৪ উদ্যাপন উপলক্ষে এক সেমিনার হয়। স্বর্ণ সহ জিনিসপত্র ক্রয়ে হলমার্ক এবং আইএসআই যাচাই করে ক্রয় করার জন্য সেমিনারে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখা হয়। ক্রেতারা যাতে কোনওভাবে ঠকতে না হয়। সেমিনারে এই বিষয়টি তুলে ধরা হয়। বক্তব্য রাখেন পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার, এ আরডি দপ্তরের মুখ্য বাস্তুকার • সাগরশোভন দেবনাথ, সৌভিক চন্দ (জিএইচবিও’র প্রধান)। অনুষ্ঠানে ন ব্যবসায়ী, ক্রেতা ও ছাত্রছাত্রীরাও দিন উপস্থিত ছিলেন।