Monday, December 2, 2024
বাড়িখবররাজ্যবিটারবনে মহিলা মোর্চার সদস্যতা অভিযানে ব্যাপক সারা পরিলক্ষিত

বিটারবনে মহিলা মোর্চার সদস্যতা অভিযানে ব্যাপক সারা পরিলক্ষিত

সদস্য সংগ্রহ অভিযানে মহিলাদের মধ্যে উচ্ছ্বাস দেখে অভিভূত বিজেপির প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার ।রবিবার প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিটারবন এলাকায় বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি অনুচিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ মহিলা মোর্চার অন্যান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় কাউন্সিলর।

গত তিন সেপ্টেম্বর থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি শুরু হয়েছে ।এই কর্মসূচি দুই পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছ। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি সমাপ্ত হয়েছে। বর্তমানে চলছে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি ।এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিটারবন এলাকায় সদস্যতা অভিযান কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা পার্টির প্রদেশ মহিলা মোর্চা ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোচার রাজ্য সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার ,মহিলা মোর্চার অন্যান্য নেত্রীবৃন্দ ,স্থানীয় কাউন্সিলর সহ কর্মী-সমর্থকরা ।কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার প্রচুর সংখ্যক মহিলা । মহিলা মোর্চার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ করেন। এই কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার জানান ,কর্মসূচিকে ঘিরে স্থানীয় মহিলাদের মধ্যে উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। মহিলাদের মধ্যে এই উচ্ছ্বাস দেখে তিনি অভিভূত। তিনি বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি দল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ।তাই বিজেপির সদস্যতা অভিযানে জনগণের ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে।

উল্লেখ্য সারাদেশের সাথে ত্রিপুরা রাজ্যেও বিজেপির সদস্যতা অভিযানের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে ।এবছর সদস্য সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ১২ লক্ষ ।এর মধ্যে প্রথম পর্যায়ে সদস্যতা অভিযানে প্রায় ৬ লক্ষ সদস্য সংগ্রহ করা হয়েছে ।ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে কেন্দ্র করে রাজ্যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য