Thursday, October 10, 2024
বাড়িখবররাজ্যমহালয়ার পূর্ণ লগ্নে বিভিন্ন স্থানে পিতৃ তর্পণ অনুষ্ঠিত

মহালয়ার পূর্ণ লগ্নে বিভিন্ন স্থানে পিতৃ তর্পণ অনুষ্ঠিত

বুধবার পিতৃপক্ষের অবসান, মাতৃ পক্ষের সূচনা ,অর্থাৎ মহালয়া।মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর বিভিন্ন স্থানে উত্তরসুরিরা পূর্বসূরীদের উদ্দেশ্যে তিল জল দান করেন। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই অনুষ্ঠিত হয় এই পিতৃ তর্পণ।

বুধবার কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষের অবসান আর শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনা ।এই দুই পক্ষের সূচনায় অমাবস্যার একটি নির্দিষ্ট লগ্ন হলো মহালয়া। বুধবার হিন্দু শাস্ত্র মতে শুভ মহালয়া ।এর আক্ষরিক অর্থ হলো মহান যে আলয় ।হিন্দু শাস্ত্রমতে, দেবীর দুগ্গাই হলেন এই মহান আলয় । ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন ।কেবলমাত্র কোন নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত ছিল। মহিষাসুরের অত্যাচারে দেবতারা যখন অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ,তখন ব্রহ্মা-বিষ্ণু এবং মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেছিলেন ।আর এই নারীশক্তি মহামায়া রূপই হলেন দেবী দুগ্গা ।দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন তিনি ।এই কারণেই বিশ্বাস করা হয় ,এই উৎসবে অশুভ শক্তির বিনাশ করে শুভশক্তির প্রতিষ্ঠা করেছিলেন দেবী দুগ্গা। কথিত রয়েছে ,মহালয়ার দিনে দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ।এই মহালয়া দিনটি আসলে পিতৃ পুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর দিন ।তিল তর্পনের মাধ্যমে এই দিনে উত্তরসুরিরা পূর্বসূরীদের শ্রদ্ধা জ্ঞাপন করেন ।বহু যুগ ধরে এই অনুষ্ঠান চলে আসছে। মহালয়া উপলক্ষে বুধবার রাজধানীর হাওড়া নদীর ঘাট এবং লক্ষ্মীনারায়ণ বাড়ি দিঘীর ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল দানে সমবেত হন প্রচুর সংখ্যক মানুষ। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ বা তিল জল দান করেন। এই তিল তর্পনের বিশেষত্ব ব্যাখ্যা করে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি দিঘীর ঘাটে পুরোহিত মলয় পন্ডিত জানান ,এই সময়ে পূর্বপুরুষরা মর্তে নেমে আসেন ।এদিন তারা জলের প্রত্যাশা করেন ।হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে পূর্বসূরীদের তিল জল দান করলে উত্তরসূরীরা আশির্বাদ পেয়ে থাকেন ।এই প্রসঙ্গে পৌরাণিক কাহিনী তুলে ধরে মলয় পণ্ডিত আরো জানান, ভরদ্বাজমুণি তর্পণ করায় তার পিতা উদ্ধার হয়েছিলেন। রামচন্দ্র তর্পণ করায় রাজা দশরথ মুক্তি পেয়েছিলেন ।তিনি আরো জানান ,এরকম বহু কাহিনী কে কেন্দ্র করেই মহালয়ার শুভ লগ্নে তর্পণ করা হয়।

এদিন রাজধানীর লক্ষ্মীনারায়ণ দিঘিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তপন করতে আসা এক ব্যক্তি জানান ,প্রতি পদ থেকে শুরু করে মহালয়া পর্যন্ত পিতৃপক্ষ থাকে ।পিতৃপক্ষে প্রতিবছরই তিনি তর্পণ করতে আসেন এবারও এর অন্যথা হয়নি।

বুধবার মহালয়া উপলক্ষে হাওড়া নদীর বিভিন্ন ঘাটেও পিতৃ তর্পণ হয়। প্রচুরসংখ্যক মানুষ এই উপলক্ষে নদীর জলে স্নান করে বৈদিক মন্ উচ্চারণের মধ্য দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল নিবেদন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য