শারদ উৎসবকে সামনে রেখে রবিবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল জগহরিমুড়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ি। কালিবাড়ির নাট মন্দিরে এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।বয়সের উপর ভিত্তি করে চারটি বিভাগে ২০০ জন প্রতিযোগী প্রতিযোগিনী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।এদিন শ্রীশ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ির পুজো কমিটির সম্পাদক শুভঙ্কর সাহা জানান ,এ বছর নিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল তাদের এই বসে আকো প্রতিযোগিতা। এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলতে এলাকার সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগী প্রতিযোগিনীদের মধ্যে উৎসাহ ছিল উল্লেখযোগ্য।
বাইট=0 থেকে 51