প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রতি জনগণের আস্থা রয়েছে ।সদস্য সংগ্রহ অভিযানে মানুষের উৎসাহ দেখে এই বিষয়টি বোঝা যায় ।রবিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের রাধানগর এলাকায় সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রবিবার ৬ আগরতলা মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান শেষে রাধানগর এলাকায় সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেন তিনি। সংশ্লিষ্ট এলাকার একাধিক বাড়িতে গিয়ে বাড়ির সদসদের ভারতীয় জনতা পার্টির সদস্য পদ করান মুখ্যমন্ত্রী ।এই কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সদস্যতা অভিযানে লক্ষ্য পুরনের দিকে এগুচ্ছে দল।টার্গেট রয়েছে ১২ লক্ষ,ইতিমধ্যেই প্রায় ৬ লক্ষ সদস্য্যপদ সংগ্রহ করা হয়ে গেছে।এটা একটা ভাল লক্ষণ বলে জানান তিনি ।মুখ্যমন্ত্রী বলেন,সদস্যতা অভিযানে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।এর থেকেই বোঝা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় জনতা পার্টির প্রতি জনগণের আস্থা রয়েছে ।
এদিন সদস্যতা অভিযানে মুখ্যমন্ত্রীর সাথে স্হানীয় নেতৃত্বরাও ছিলেন।উপস্হিত ছিলেন বিজেপির কর্মীসমর্থকরাও।