পুলিশ যদি ইচ্ছে করে তবে সবই করতে পারে ,তা আবারো প্রমাণিত হলো রাজধানীর সেন্ট্রাল রোডের তিন দোকানের চুরির ঘটনায়। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যেই চুরি কাণ্ডে জড়িত অভিযুক্ত ৬ কুখ্যাত চোরকে জালে তুলল পুলিশ। রবিবার পূর্ব থানায় বসে এই কথা জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়।
গত ২৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর সেন্ট্রাল রোডে পর পর তিনটি দোকানে দুঃসাহসিক চুরি হয় ।চোরের দল সেন্ট্রাল রোডের রতন বণিকের স্টেশনারি ও কসমেটিক্সের দোকান ,অঞ্জন কুমার জৈনের কাপড়ের দোকান এবং প্রাণভল্লব বণিকের দোকানে হানা দিয়ে হাত সাফাই করে ।এই ঘটনাকে কেন্দ্র করে সেন্ট্রাল রোড এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায় ।এই ঘটনায় একটি মামলা হাতে নিয়ে পূর্ব থানার পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করে ।এই দলের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি ।তদন্তে নেমে পুলিশ এই চুড়ি কাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ছয় জন কুখ্যাত চোরকে গ্রেফতার করে ।ধৃতরা হলো রাজু পাল, প্রসেনজিৎ ভৌমিক ,আমির হোসেন ,ভানু দেবনাথ ,তুষার সাহা এবং সুজিত দেব। রবিবার পূর্ব থানায় বসে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান ।তিনি জানান, ধৃতদের কাছ থেকে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক চুরির মামলা রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য সেন্ট্রাল রোডে একই রাতে পর পর তিন দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ব্যবসাহী মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে ।দুর্গা পুজোর আগে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় রাতের আধারে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে চুরি কান্ডের ৭২ ঘণ্টার মধ্যেই জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদে ব্যবসায়ী মহলে স্বস্থির ভাব ফিরে এসেছে।