রাতের রাজধানীতে ক্রমশই চাঞ্চল্য ছড়াচ্ছে ।একদিকে চলছে চুরি ,ছিনতাইয়ের ঘটনা, অপরদিকে চলছে কিছু মানুষের ফষ্টিনষ্টি ।এতে করে বিনষ্ট হচ্ছে পরিবেশ। এমনই এক ঘটনা ঘটলো রবিবার রাতে রাজধানীর হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় ।এদিন স্থানীয়রা লক্ষ্য করেন, বহিরাগত তিন যুবক একটি গাড়িতে করে এক মেয়ে ছেলেকে নিয়ে এসে সংশ্লিষ্ট এলাকায় মদ্যপান সহ ফস্টিনস্টি করছে। স্থানীয়রাই খবর দেন পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে আসে এবং মদমত্ত অবস্থায় তিন যুবক সহ মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিন এই ঘটনায় ধৃতদের মধ্যে এক যুবক জানান ,তারা জিরানিয়া দাসপাড়া থেকে পুজোর বাজার করতে রাজধানীতে এসেছিলেন। মার্কেটিং শেষে ফিরে যাওয়ার পথে এই জায়গায় বিশ্রামের জন্য এসেছিলেন। তাদের মধ্যে কোন বদ উদ্দেশ্য ছিল না। স্থানীয়রা বিষয়টিতে রং লাগায় এবং পুলিশ ডেকে আনে।
এদিকে এই ঘটনা সম্পর্কে এক পুলিশ আধিকারিক জানান ,স্থানীয় মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন ।তারা এসে দেখেন একটি গাড়িতে তিন যুবক এবং এক মহিলা রয়েছেন তারা সকলেই মদমত্ত এবং ফষ্টিনষ্টিতে লিপ্ত ছিল। তিনি আরো জানান ,এদের সকলকেই থানায় নিয়ে যাওয়া হচ্ছে ।গোটা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্ত শুরু করা হবে বলেও জানান পুলিশ আধিকারিক।
এদিন স্থানীয় এলাকাবাসীরা জানান ,সন্ধ্যা ঘনিয়ে এলেই হেরিটেজ পাঠ সংলগ্ন এলাকায় সম্প্রতি অসামাজিক কাজকর্ম বাড়ছে ।এর ফলে তাদের চলাফেরায় বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছে ।বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আর্জি জানিয়েছেন এলাকাবাসী ।এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে হেরিটেজপার্ক সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।