Wednesday, October 16, 2024
বাড়িখবররাজ্যরাজ্যজুড়ে সন্ত্রাস, ধর্ষণ বিরোধী নেতা কর্মীদের উপর আক্রমণ, ডাকাতি, মানব পাচার সহ...

রাজ্যজুড়ে সন্ত্রাস, ধর্ষণ বিরোধী নেতা কর্মীদের উপর আক্রমণ, ডাকাতি, মানব পাচার সহ নানা অপরাধে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পুলিশ মুখ্য কার্যালয় ঘেরাও

ত্রিপুরায় আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়াবহ। রাজ্যজুড়ে খুন, সন্ত্রাস, ধর্ষণ বিরোধী নেতা কর্মীদের উপর আক্রমণ, চুরি, ডাকাতি, মানব পাচার সহ নানা অপরাধে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। সোমবার বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে রাজ্য পুলিশের মহান নির্দেশকের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

সোমবার রাজ্যের আইন-শৃঙ্খলা ও রাজ্যে দিন দিন ক্রমশ বেড়ে ওঠা অপরাধ জনিত কর্মকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শহরে বিক্ষোভ মিছিল করে রাজ্য পুলিশের মহা নির্দেশকের অফিস ঘেরাও করল কংগ্রেসের নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও এ আই সি সি সেক্রেটারি ক্রিস্টোফার তিলকসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ত্রিপুরায় আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি চলছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও পুর্নবাসন নিয়ে প্রশাসনের উদাসীন মনোভাব। তাছাড়া রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গণতন্ত্র লুন্ঠন করেছে শাসক দল। আহত হয়েছে বিরোধী কংগ্রেসের বহু কর্মীরা। জবরদখল করে পঞ্চায়েতে সবকটি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। তিনি আরও বলেন প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। স্বৈরাচারী সরকারের শাসন চলছে রাজ্যে। তারই প্রতিবাদে আজকের এই পুলিশ মহা নির্দেশকের দপ্তর ঘেরাও বলে জানান তিনি। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য