Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ছয় বছর পূর্তি উপলক্ষে আগরতলায় রেলি অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ছয় বছর পূর্তি উপলক্ষে আগরতলায় রেলি অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ছয় বছর পূর্তি উপলক্ষে আয়ুষ্মান ভারত পক্ষকাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই উপলক্ষে সোমবার আগরতলায় এক রেলির আয়োজন করা হয়। এদিনের এই রেলিটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

এই রেলিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন স্তরের কর্মচারী এবং আশা কর্মীরা।

এদিনের এই কর্মসূচি সম্পর্কে জেলা শাসক ডা বিশাল কুমার সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর জন আরোগ্য দুজনার ৬ বছর পূর্তি উপলক্ষে এই রেলির আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ব্যাপক সহায়তা হচ্ছে। এই প্রকল্পকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে। হেয়ার ফলেও সাধারণ মানুষের অনেক উপকার হচ্ছে। সাধারণ মানুষ যাতে এই প্রকল্পগুলির আরো বেশি সুবিধা নেয় এবং প্রকল্প সম্পর্কে আরো বেশি করে অবগত হতে পারে এই জন্য রেলির আয়োজন করা হয়েছে। এদিন রেলিতে অংশগ্রহণকারী সকলের হাতে জন্য আরোগ্য যোজনার বিভিন্ন সুবিধা সম্পর্কিত প্লে-কার্ড ছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য