Monday, November 11, 2024
বাড়িখবররাজ্য১৪ সেপ্টেম্বর জাতীয় লোক আদালত নিষ্পত্তির জন্য উঠবে ২৩,৯৯৪ মামলা

১৪ সেপ্টেম্বর জাতীয় লোক আদালত নিষ্পত্তির জন্য উঠবে ২৩,৯৯৪ মামলা

আগামী ১৪ সেপ্টেম্বর রাজ্যে এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত বসবে। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যে সব জেলা ও মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। মোট ৫ ১টি বেঞ্চে ২৩,৯৯৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আজ ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে সদস্যসচিব ঝুমা দত্ত চৌধুরী এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের সদস্যসচিব দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে আহ্বান জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তৃতীয় জাতীয় লোক আদালতে যেসমস্ত মামলা তোলা হবে এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৩,৯২০টি বিষয় এবং আদালতে বিচারাধীন ২০,০৭৪টি মামলা রয়েছে।

সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের সদস্যসচিব আরও জানান, জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩৭০টি, ব্যাঙ্ক ঋণ পরিশোধ সংক্রান্ত ৩,২০৫টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট) ১৭,৭৭৭টি মামলা, বৈবাহিক বিরোধের ২৮৬টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ১৬০ ১টি মামলা, চাকরি সংক্রান্ত বিষয় ১১টি এবং দেওয়ানি সংক্রান্ত ১৬টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৩১টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ১১টি বেঞ্চ বসবে। তিনি জানান, ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়েছে। লোক আদালতে নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা গত ৬ আগস্ট থেকে সংশ্লিষ্ট জেলা আইনসেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে মামলার প্রি-কনসিলিয়েশন বা নিষ্পত্তির সুবিধা নিচ্ছেন। লোক আদালতে নোটিশপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবেন প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − twelve =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য