Wednesday, October 16, 2024
বাড়িখবররাজ্যরোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে রাজ্যপালের নিকট টিএসএফের ডেপুটেশন

রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে রাজ্যপালের নিকট টিএসএফের ডেপুটেশন

বুধবার টিএসএফ এর একটি প্রতিনিধি দল রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সাথে দেখা করে। ৮ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন টিএসএফের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া। এদিন tsf এর পক্ষ থেকে রাজ্যপালের নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয় ।পরে এই কর্মসূচি প্রসঙ্গে টিএসএফের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া জানান ,তারা রাজ্যপালের নিকট অবিলম্বে ককবরক ভাষার রোমান স্ক্রিপ্ট চালুর দাবি জানিয়েছেন ।রাজ্যপাল বিষয়টি দ্রুত দেখবেন বলে তাদের আশ্বস্ত করেছেন। এছাড়াও এদিন এডিসি এলাকায় বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের জন্য রাজ্যপালের নিকট দাবি জানায় উপজাতিভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফ। সংগঠনের সাধারণ সম্পাদক হামলু জামাতিয়া এই সংবাদ জানিয়েছেন।

উল্লেখ্য ককবরকে রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে সম্প্রতি টিএসএফের উদ্যোগে রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেদিনই টিএসএফ নেতৃবৃন্দ জানান ককবরকে রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে তারা রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তুলবেন।এই আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবিই বুধবার রাজ্যপালের নিকট স্মারক লিপি প্রদান করল টিএসএফ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য